সৌদি আরব থেকে ওমরাহ পালন করে দেশে ফিরেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ আলম চৌধুরী। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
২৫ এপ্রিল, মঙ্গলবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মাধবপুর উপজেলার তেলিয়াপড়া এলাকার মরহুম চান্দ মিয়া চৌধুরী পীর সাহেবের মাজার নিয়ে এলাকায় সংঘর্ষ হয়েছে।
সেই ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামির তালিকায় আছেন ইউপি চেয়ারম্যান পারভেজ আলম চৌধুরী। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, স্থানীয় পীর সাহেবের মাজার নিয়ে ইউপি চেয়ারম্যান পারভেজ চৌধুরীর সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছে। চেয়ারম্যানের বিরুদ্ধে মাজারের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ নিয়ে সম্প্রতি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সেই সংঘর্ষের পর পারভেজ আলমকে আসামি করে মামলা করা হয়। তবে ওই সময় সৌদি আরবে ওমরাহ পালন করতে যান পারভেজ আলম। মঙ্গলবার দেশে ফিরলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post