ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) বিকেলে পুলিশ সুপারের নির্দেশে তাকে থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটিও করা হয়েছে।
রংপুরের জেলা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের বিরুদ্ধে নদী, খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিভিন্ন স্থানে জুয়া পরিচালনায় সহযোগিতা, মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের মাসোহারা নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
সম্প্রতি স্থানীয় এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন জাকির। ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ওসি জাকিরের ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।
অধিকতর তদন্তের স্বার্থে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ঘুষ-দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে ওসি জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post