ওমানে তীব্র বর্ষণের ফলে ৪ নম্বর সতর্ক সংকেত জারী করেছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের আল-আসকারা অঞ্চলে ৫৩ মিলিলিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া, মাস্কাট এবং আল উস্তা প্রদেশ।
ওমানে ঈদের আগ থেকেই অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। দেশটির বিভিন্ন প্রদেশে থেমে থেমে নামছে এই বর্ষণ। তবে, কোথাও কোথাও ভারী বর্ষণও হচ্ছে। এরমধ্যে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছে রয়্যাল ওমান পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ওমানে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আটকে পড়া ২০ নাগরিককে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করেছে পুলিশ। মাস্কাটের পাহাড়ি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানায় রয়্যাল ওমান পুলিশ।
এক বিবৃতি রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, উত্তর আশ শারকিয়া প্রদেশের দিমা ওয়াল তাইন থেকে এই ২০ জনকে উদ্ধার করা হয়। বৃষ্টিতে পাহাড় ধসের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে উদ্ধারকৃতদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সকলেই সুস্থ আছেন বলে জানাগেছে। এদিকে, আজও দেশটির উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা এবং মাস্কাটের কিছু অংশ, আল দাখিলিয়াহ এবং দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
সেইসাথে দেশটির বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের ফলে উপত্যকায় বন্যা দেখা দিয়েছে। ফলে, যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে।
বৃষ্টিপাতের সময় ওয়াদি অঞ্চলে না যাওয়া, পানিতে সাতার কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেইসাথে শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে অভিবাকদের প্রতি আহ্বান জানিয়েছে সিএএ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post