ওমানে ব্যাংকিং পরিষেবা কেন্দ্রগুলিতে দেশটির রয়েল ওমান পুলিশ (আরওপি) গ্রাহকদের জন্য আগামী জুলাই থেকে নতুন নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে। রবিবার আরওপি অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানিয়েছে: জুলাই থেকে ব্যাংকিং পরিষেবা কেন্দ্র গ্রাহকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে হবে। এই সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক:
১. মাস্ক ও হ্যান্ড গ্লোভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যতক্ষণ লেনদেন শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তা ব্যবহার করতে হবে।
২. লেনদেনের সময় সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
৩. কোনো গ্রাহক স্বাস্থ্যবিধি না মানলে তাকে ব্যাংকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।
৪. নির্দেশনা অমান্য করার জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ওমানে কিছু পেশায় পুনঃ ওমানিকরণের সিদ্ধান্ত, প্রভাব পরবে প্রবাসীদের উপর
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “অনলাইনের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করলে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকে না। একই সাথে এর মাধ্যমে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হবে।” করোনাভাইরাসের সংক্রমণ রোধে অনলাইনের মাধ্যমে লেনদেন করতে উদ্বুদ্ধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post