শারজাহ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এয়ার এরাবিয়ার G9522 ফ্লাইটের তিনটি আসনের উপরে পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার পাওয়া গেছে।
রোববার (১৬ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আসা ফ্লাইটটিতে গোপন সংবাদের ভিত্তিতে রামেজিং করার সময় পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ৩৯২ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমস।
যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post