বিমানবন্দর থেকে যাত্রীবাহী একটি বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে হামলার ঘটনা ঘটেছে। এতে বড় ধরণের হতাহত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যকার চলমান সংঘর্ষে সৌদি এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান এই হামলার শিকার হয়।
১৫ এপ্রিল রাজধানী খার্তুমে সংঘর্ষ শুরু হওয়ার পর খার্তুম বিমানবন্দর থেকে ওড়ার প্রস্তুতিকালে গুলির শিকার হয় বিমানটি। ফলে বিমানটি আর উড্ডয়ন করা হয়নি।
সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সৌদিয়া গুলি লাগার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, উড্ডয়নকালে সৌদিগামী এয়ারবাস এ৩৩০-এ গুলি লেগেছে। বিমানের কর্মী ও যাত্রীদের খার্তুমে সৌদি দূতাবাসে সরিয়ে নেয়া হয়েছে।
বিমান সংস্থা আরও জানিয়েছে, সুদানগামী সব বিমান সৌদি আরবে ফিরিয়ে আনা হয়েছে এবং অন্যান্য ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। শনিবার (১৫ এপ্রিল) সুদানের রাজধানী খার্তুমে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয়েছে। দুই বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল।
রাজধানী খার্তুমের মধ্যাঞ্চলে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সদর দফতরের কাছেই গোলাগুলি ও বিস্ফোরণ ঘটে। আল জাজিরার প্রতিবেদন মতে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সদর দফতরের পাশাপাশি প্রেসিডেন্ট প্রাসাদ ও খার্তুম বিমানবন্দরেও সংঘর্ষ চলছে।
এদিকে, সর্বশেষ খবর অনুযায়ী আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও প্রায় ৬০০ জন। রোববার (১৬ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post