ওমানের তিন/পাঁচ-তারকা হোটেলগুলির মোট আয় আগের বছরের একই সময়ের আয়ের চেয়ে ৫৯.৪৮ মিলিয়ন ওমানি রিয়াল কমেছে। এ বছরের এপ্রিলের শেষ অবধি ৪২.২ শতাংশ কমে গিয়ে আয় হয়েছে ৫৫.১৮ মিলিয়ন ওমানি রিয়াল। জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের (এনসিএসআই) প্রকাশিত সর্বশেষ মাসিক পরিসংখ্যান অনুসারে, এই বছরের একই সময়ে আয় প্রায় অর্ধেকের নিচে মেনে গিয়েছে। যা দেশটির হোটেল ব্যবসা খাতে এক অশনিসংকেত। দ্রুত এই খাতটির প্রতি দায়িত্ব না নিলে আরও খারাপ হতে পারে বলে মন্তব্য করেছে ওমানের হোটেল ব্যবসা খাতের ব্যবসায়ীরা।
এদিকে, এবছরের প্রথম চার মাসে ওমানের হোটেলগুলিতে মোট অতিথির সংখ্যা ৪১.২ শতাংশ কমেছে। এই বছর হোটেলগুলোতে মোট অতিথি এসেছে চার লাখ ১৪ হাজার ৭৭ জন। গতবছর একই সময় দেশটিতে অতিথি এসেছিলো ৬ লাখ ৮৩ হাজার ১৬৬ জন। দেশটিতে সবচেয়ে বেশি পর্যটক এসেছে ইউরোপ থেকে প্রায় এক লাখ ৫৭ হাজার ৭৩৩ জন। এরপর রয়েছে এশিয়া। এই মহাদেশ থেকে অতিথি এসেছে প্রায় ৩৮ হাজার ও এক লাখ ৫৭ হাজার ৭৩৩ ওমানি নাগরিক দেশটির বিভিন্ন হোটেলে পর্যটক হিসেবে এসেছে।
আরও পড়ুনঃ ওমানে প্রায় ৬০ শতাংশ রোগী সুস্থ, খুলে দেওয়া হচ্ছে বর্ডার
করোনা প্রাদুর্ভাবে সকল দেশ থেকেই এই বছর পর্যটক কম এসেছে ওমানে। আমেরিকা থেকে এসেছে মোট পর্যটকের ৩৮.২ শতাংশ ও ইউরোপ থেকে এসেছে ৪৩.২ শতাংশ। বাকি পর্যটক এসেছে এশিয়া ও মধ্যপ্রাচ্যের থেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post