রেমিট্যান্স সেবা নিরবচ্ছিন্ন রাখতে প্রথমবারের মতো বিদেশের মাটিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার সুযোগ পাচ্ছেন আমিরাতে বৈধভাবে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। এর সুফল পাবেন আগামী জুলাই থেকে। এমন সুখবর দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. আবু জাফর।
১১ এপ্রিল দেশটির আজমান প্রদেশে আল হারামাইন গ্রুপ অব কোম্পানি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাষ্ট্রদূত প্রবাসীদের এ সুখবর জানান।
প্রবাসের সকল ধরনের নিউজ সবার আগে পেতে ডাউনলোড করুন প্রবাস টাইম মোবাইল অ্যাপ
রাষ্ট্রদূত বলেন, আগামী জুলাই থেকে আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিদের এনআইডির কাজ চালু করার জন্য আমরা চেষ্টা করছি। চলতি মাসের শেষের দিকে সংশ্লিষ্ট একটি কারিগরি দল আমিরাতে আসবেন।
তারা এনআইডি সংক্রান্ত কাজগুলো ঠিকঠাক করে দিয়ে যাবেন। তিনি আরও বলেন, আশা করছি, জুলাইয়ের আগেই সেটি চালু করা যাবে। তবে নিশ্চিতভাবে ১ জুলাই থেকে এ কার্যক্রমটি চালু করব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post