যশোর সদর উপজেলায় এক দুবাই প্রবাসীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। আজ (১৩ এপ্রিল) যশোর পুলিশের উপ-মুখপাত্র ইন্সপেক্টর রূপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, স্ত্রীর প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে।
নিহত সোহেল রানা (৪০) যশোর সদরের হালসা গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, সপ্তাহ দুয়েক আগে দেশে ফেরেন সোহেল রানা। বুধবার ইফতারের পর তিনি মোটরসাইকেলে শ্বশুরবাড়ি পাশের ফরিদপুর গ্রামে যাচ্ছিল।
পথিমধ্যে ফরিদপুর গ্রামের ব্রিজের পাশে তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই শাকিল দাবি করে বলেন, নিহতের স্ত্রী খুশি খাতুনের (২১) সঙ্গে একই ইউনিয়নের আলমনগর গ্রামের ফারাবির (২১) প্রেমের সম্পর্ক ছিল। প্রায় সাড়ে চার বছর আগে তার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হয়। তাদের দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। বুধবার ইফতারের পর শ্বশুরবাড়ি থেকে ভাবিকে আনতে যাওয়ার পথে ফারাবিসহ তিন থেকে চারজন তাকে কুপিয়ে খুন করে।
যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার শুভাশিষ জানান, নিহত সোহেলের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
উপ-মুখপাত্র ইন্সপেক্টর রূপণ কুমার সরকার বলেন, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, স্ত্রীর প্রেমের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম ঘটনার অনুসন্ধান করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post