বৃহস্পতিবার ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে যে, ভান্দে ভারত মিশনের অংশ হিসাবে আগামী পহেলা জুলাই থেকে ৪র্থ ধাপে আরও ১৬টি বিমান পরিচালনার ঘোষণা করেছে। ঘোষিত ১৬ টি ফ্লাইটের মধ্যে ১২টি কেরালায় অন্যগুলো চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই ও ব্যঙ্গলোরের উদ্দেশ্যে যাত্রা করবে।
ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে, “ভণ্ড ভারত মিশনের আওতায় চালিত ফ্লাইটের ক্ষেত্রে যাত্রীদের তালিকা দূতাবাসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। জরুরি চিকিৎসায় আসা ব্যাক্তি, গর্ভবতী মহিলা, অসুস্থ শ্রমিক, প্রবীণ নাগরিকদের পাশাপাশি কঠিন পরিস্থিতিতে আটকা পড়া অন্যান্য ভারতীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনঃ ওমানে প্রায় ৬০ শতাংশ রোগী সুস্থ, খুলে দেওয়া হচ্ছে বর্ডার
দূতাবাস সরাসরি ইমেইল / টেলিফোনের মাধ্যমে প্রতিটি ফ্লাইটের জন্য স্বল্প তালিকাভুক্ত লোকের সাথে যোগাযোগ করবে। এয়ার ইন্ডিয়া সংক্ষিপ্ত তালিকাভুক্ত ব্যক্তিদের টিকিট বুকিংয়ের জন্য ইমেইল করে যোগাযোগ করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post