ওমান সাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে দেশটির মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার। এক সতর্ক বার্তায় বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া নিম্নচাপের এই প্রভাব আগামী ১১ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রবিবার (৯ এপ্রিল) ওমান অবজারভারের এক প্রতিবেদনে একথা বলা হয়।
আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে ধোফার ও আল উস্তা প্রদেশগুলোতে মেঘের প্রভাব এবং বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এর প্রভাব উত্তর ও দক্ষিণ আশ শারকিয়া এবং আল হাজর পর্বতমালা সংলগ্ন অঞ্চলগুলোতে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ধোফার ও আল উস্তা এলাকায় নিম্নচাপের সর্বোচ্চ প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকাগুলোতে ঢল নামতে পারে বলে আশংকা করা হচ্ছে। বৃষ্টিপাতের সময় ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল পারাপার না হতে বলা হয়েছে। সেইসাথে নিচু স্থানে যাওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। একইসাথে, ধাতব বস্তু স্পর্শ না করা এবং শিশুদের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post