মসজিদের মাইক থেকে আজানের শব্দ নিয়ন্ত্রণে নতুন আইন জারী করেছে ওমান সরকার। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, মসজিদের মাইকের আওয়াজ সীমিত রাখতে হবে। লাউডস্পিকারের ব্যবহারে ওমান সরকারের এই অমান্য করলে এক হাজার রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) ওমান ডেইলির এক প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় আজান বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে দেশটির মসজিদগুলোতে কিভাবে আজান দেওয়া হবে তা সম্পর্কে নির্দেশনা রয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে এতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রী, ড. মোহাম্মদ বিন সাইদ বিন খালফান আল-মামারি মসজিদ প্রবিধানের কিছু বিধান সংশোধন করে মন্ত্রী পর্যায়ে একটি রেজোলিউশন জারী করেছেন। 181/2023 নং প্রবিধানে এই জরিমানার কথা বলা হয়েছে।
এদিকে, এর আগে মসজিদের মাইকে আজান ছাড়া শব্দ প্রচারে নিষেধাজ্ঞা দেয় বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানদের দেশ ইন্দোনেশিয়া। এতে দেশটির মসজিদগুলোতে কিভাবে আজান দেওয়া হবে তা সম্পর্কে নির্দেশনা রয়েছে।
১। মসজিদের মাইক অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে পরিচালনা করতে হবে যাতে করে আজানের শব্দ মানুষের মনে মসজিদের প্রতি সম্ভাব্য বিদ্বেষ তৈরি না করে।
২। যারা আজান দেবেন তাদের অবশ্যই সুমধুর ও ভালো কণ্ঠের অধিকারী হতে হবে।
৩। নামাজের সময় শব্দের মাত্রা বাড়ানো যাবে না।
৪। মানুষ যখন ঘুম, বিশ্রাম ও নামাজ আদায় করছে তখন আজান ছাড়া কোনও ধরনের শব্দ প্রচার করা যাবে না।
৫। আজানকে অবশ্যই মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। হতে হবে সমধুর ও কানের জন্য শ্রুতিমধুর।
৬। অবশ্যই উপযুক্ত সময়ে আজান দিতে হবে। যেমন: ভোরে। কোরান তেলাওয়াতে মসজিদের ভেতরের স্পিকার ব্যবহার করতে হবে।
এদিকে, সৌদি আরবের কর্তৃপক্ষ সেদেশের মসজিদগুলোতে লাগানো লাউডস্পিকারের শব্দের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে– সব মসজিদের মাইকের আওয়াজ সর্বোচ্চ সীমার এক তৃতীয়াংশে সীমিত রাখতে হবে।
এছাড়া পূর্ণ খুতবার বদলে কেবলমাত্র আজানের জন্যই মাইক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। যদিও সৌদি কর্তৃপক্ষের এই ঘোষণায় সমালোচনার ঝড় উঠে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে। নেতিবাচক সমালোচনার প্রেক্ষিতে সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন,অতিরিক্ত শব্দে শিশু এবং বয়স্কদের সমস্যা হচ্ছে বলে জনতার অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post