মালয়েশিয়ায় কাগজবিহীন ২০ বাংলাদেশিসহ ৬৫ বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এ সময় জাল ভিসা, স্টিকার তৈরি সিন্ডিকেট চক্রের এক বাংলাদেশি ও ভারতীয় এক মূলহোতাকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতু রুসলিন জুসোহ।
এতে বলা হয়, ৫ ও ৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে এ সিন্ডিকেট চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। অভিযানে ৪৩ জন ভারতীয়, ২০ জন বাংলাদেশি এবং ২ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। এ সময় ভারতীয় ৪০টি, বাংলাদেশি ২০টি ও পাকিস্তানের ২টি পাসপোর্টসহ মোট ৬৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের অভিবাসন আইনের অধীনে অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতারকৃত বিদেশিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে সেমুনিয়া ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post