কুয়েতি নন এমন ব্যক্তিদের সুপারমার্কেটে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার। রমজান মাসের শুরু থেকে দেশটির বিভিন্ন সুপারমার্কেটে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলেও জানা গেছে। সরকারের তরফ থেকে লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলেও কঠোরভাবে এই আইন বাস্তবায়ন করতে দেখা গেছে দেশটিতে।
ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো— সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে কুয়েতের বেশ কয়েকটি সুপারশপের কর্মীরা ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ সরকারের এই নির্দেশ পালন করছেন বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। ধারণা করা হচ্ছে, রমজান মাসে সুপারশপগুলোতে ক্রেতাদের ভিড় কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এদিকে, কুয়েতের ভোক্তা সুরক্ষা সংস্থার প্রধান মেশাল আল-মানে কুয়েতের সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকারের এই সিদ্ধান্তের আইনগত কোনো ভিত্তি নেই। কুয়েতি টাইমসকে তিনি বলেন, ‘সুপারশপগুলোতে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ওই প্রতিষ্ঠানগুলোর মালিকদের। রমজান মাসে ভিড় সামলানোর জন্য সরকার তাদের বিশেষ নির্দেশনা দিতে পারত। তা না করে বিদেশি নাগরিকদের সুপারশপে নিষেধাজ্ঞা দেওয়া যৌক্তিক কোনো পদক্ষেপ নয়। এর কোনো আইনগত ভিত্তিও নেই।’ এদিকে কুয়েত সরকারের এমন সিদ্ধান্তকে মানবতা বিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিদেশি ভোক্তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post