চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে নিরাপদ রুট (যাত্রাপথ) হিসেবে বেছে নিয়েছেন সোনা চোরাচালানিরা। মূলত স্বাধীনতার পর থেকেই এই সোনা চোরাচালান চলে আসছে, বর্তমানে একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রবাসী ও বিমানবন্দরকর্মীদের সহায়তায় এই বন্দর ব্যবহার করে তাঁরা মধ্যপ্রাচ্য থেকে অবৈধভাবে সোনা আনছেন। বুধবার (০৫ এপ্রিল) ২৪ পিস (প্রায় ৩ কেজি) স্বর্ণবারসহ শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।
জব্দ করা ২৪টি স্বর্ণবার ও স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই যৌথভাবে শারজাহ থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করে।
আটক যাত্রীর নাম মোহাম্মদ আতিক উল্লাহ। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। এয়ার এরাবিয়ার (G9-522) একটি ফ্লাইটে শারজাহ থেকে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান তিনি। ওই যাত্রী কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণবারগুলো পাচারের চেষ্টা করছিলেন। বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শারজাহ থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। যার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষ করে ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post