পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর কবে হতে পারে সেই তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সোমবার (৩ এপ্রিল) তারা জানিয়েছেন, ১৪৪৪ সালের শাওয়াল মাসের তারিখ হবে এপ্রিলের ২১ তারিখ। সে অনুসারে ঈদুল ফিতরের প্রথম দিনও হবে ২১ এপ্রিল।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুসারে, আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছ, ২০ এপ্রিল পূর্ণ হবে রমজান মাস। তাই স্বাভাবিকভাবেই তার পরদিন অর্থাৎ, ২১ এপ্রিল হবে শাওয়াল মাসের প্রথম দিন। ঈদুল ফিতরের বিষয়টি নিশ্চিত করে আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান বলেছেন, ‘রমজান মাস পূর্ণ হবে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৮ টা ৩৬ মিনিটে।
সেদিনই সূর্যাস্তের ২২ মিনিট পর শাওয়ালের চাঁদ দেখা যাবে।’ সংযুক্ত আরব আমিরাতের সরকার আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির দেয়া তারিখের সঙ্গে একমত পোষণ করলে দেশটিতে চারদিনের সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল থেকে। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।
এদিকে, ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে আবদুল ওয়াহাব আল বুসাইদি বলেন, ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টা ১২ মিনিটে অমাবস্যা হবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সূর্যাস্ত হবে। সুতরাং এই ২১ মিনিটের মধ্যে ওমানের আকাশে চাঁদ দেখা সম্ভব হবে না। আর তাই এবছর ওমানে শুক্রবার হবে রমজানের শেষ দিন এবং ২২ এপ্রিল শনিবার ওমানে ঈদের সম্ভাবনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post