ওমান সাগরে তেহরানের আকাশসীমায় ঢুকায় একটি মার্কিন নজরদারি বিমানকে তাড়িয়ে দিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার (২ এপ্রিল) বিকেলে এ ঘটনাটি ঘটে। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের নৌবাহিনী জানিয়েছে, রোববার বিকেলে তারা ইরানের আকাশসীমার কাছাকাছি একটি মার্কিন নজরদারি বিমানকে শনাক্ত করে। সেটিকে তেহরানের আকাশসীমা লঙ্ঘন না করার ব্যাপারে সতর্ক করা হলেও তা গ্রাহ্য করা হয়নি। তারপরও বিমানটি অগ্রসর হতে থাকলে সেটিকে বাধা দিয়ে ফেরত পাঠানো হয়।
ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইপি-৩ই মডেলের একটি বিমান ওমান সাগরে তেহরানের আকাশসীমায় ঢুকতে গিয়েছিল। নৌবাহিনী বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেটিকে সতর্ক করে এবং শেষে সেটিকে বাধা দিয়ে ঘটনাস্থল ত্যাগে বাধ্য করে।
ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ আরও জানিয়েছে, পরে মার্কিন বিমানটি ইরানের আকাশসীমার কাছ থেকে চলে যায় এবং আন্তর্জাতিক রুট ধরে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post