দীর্ঘদিন পর অবশেষে আগামী রবিবার (২৮-জুন) থেকে ওমানের বাঙ্গালি অধ্যুষিত এলাকা হামরিয়া ও শিল্পাঞ্চল ওয়াদি কবির অঞ্চলের লকডাউন খুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সুপ্রিম কমিটির একাদশ প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড.আহমেদ বিন মোহাম্মাদ আল সাঈদি। তিনি বলেন, ওয়াদি কাবির শিল্পাঞ্চল এবং হামরিয়া যেগুলি এখনও লকডাউনে রয়েছে সেইসব অঞ্চল আগামী ২৮ শে জুন রবিবার থেকে খোলা হবে।
এসময় মন্ত্রী সতর্ক করে বলেন, “কিছু কার্যক্রম পুনরায় শুরু করার অর্থ এই নয় যে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। জনসমাগম প্রতিরোধে অবশ্যই সুপ্রিম কমিটির আইন কঠোরভাবে পালন করা উচিত।” মন্ত্রী কঠোরভাবে বলেন, “ওমানের নাগরিক এবং প্রবাসীরা যদি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য নির্দেশিকা অবহেলা করেন, তাহলে ওমানে করোনা পরিস্থিতি এমন একটি পর্যায়ে যেতে পারে, যখন আমরা তাদের যথাযথ চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হবো।” তিনি এই ভাইরাস থেকে বাচার জন্য সবাইকে সুপ্রিম কমিটির আইন যথাযথ ভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুনঃ ওমানের স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমানে করোনার পিক টাইমে আমরা আশংকা করেছিলাম হয়তো প্রতিদিন ৮০ জনের মৃত্যু হবে, কিন্তু তা হয়নি, এজন্য আমরা আল্লাহ’র কাছে কৃতজ্ঞতা জানাই। এসময় দেশটির পরিবহন মন্ত্রী বলেন, “ওমানে ৮৫% বাণিজ্যিক কার্যক্রম এবং প্রায় ১০০ শতাংশ কারখানা খোলা হয়েছে। সেইসাথে সমস্ত অপারেটিং প্রোটোকল এবং সতর্কতা ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। সুতরাং আমরা প্রত্যেককে অনুরোধ করছি সকল নির্দেশনা যথাযথ মেনে কার্যক্রম পরিচালনা করতে, যাতে পুনরায় আমাদের আবার তাদের বন্ধ না করতে হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post