প্রায় প্রতিটি বাড়িতেই সিলিং ফ্যান দেখা যায়। গরমে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি জিনিস। সাধারণত রেগুলেটর দিয়ে ফ্যান নিয়ন্ত্রণ করা হয়। এর পাশাপাশি আজকাল এমন সিলিং ফ্যান বাজারে এসেছে যা রিমোট কন্ট্রোল দিয়েও চালানো যায়।
তবে আপনি যদি নিয়মিত সিলিং ফ্যান ব্যবহার করেন তবে এটি নিয়ে সাবধান হওয়া জরুরি। নয়তো খুব সাধারণ এই যন্ত্রটিই অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমাদের অজান্তেই করা কিছু ভুলেন কারণে এমন ভয়ঙ্কর বিপদজ্জনক ঘটনা ঘটতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বিপদ এড়াতে সিলিং ফ্যানের এমন বিস্ফোরণ কেন হয় এবং এর কারণ কী, সেটি জানা জরুরি। চলুন বিস্তারিত জেনে নিই-
অনেকক্ষণ একটানা ফ্যান চালালে
অনেকেই একটানা দীর্ঘসময় সিলিং ফ্যান চালু করে রাখেন। ফুলস্পিডে ফ্যানটি ১৩ থেকে ১৪ ঘণ্টা ধরে চলতে থাকলে সমস্যা দেখা দেয়। কারণ এমন হলে ফ্যানটি অতিরিক্ত গরম হয়ে যায়। সময়মতো ফ্যান বন্ধ না করলে এটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যেতে পারে মুহূর্তের মধ্যে।
নিম্নমানের কনডেন্সার ব্যবহার
প্রতিটি সিলিং ফ্যানে একটি কনডেন্সার দেখতে পাওয়া যায়, যা এটিকে সর্বোচ্চ গতিতে চালাতে সহায়ক হয়। যেকোনো সিলিং ফ্যানের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এটি ছাড়া সিলিং ফ্যান প্রয়োজনীয় গতি পায় না। নিম্নমানের কনডেন্সার ব্যবহার ফ্যানের বিস্ফোরণ হতে পারে।
অনেকসময় সঠিক তথ্যের অভাবে এবং টাকা কম খরচ করার লক্ষ্যে অনেকে বাজার থেকে ভুল কনডেন্সার কেনেন। এগুলো অনেকসময় ডুপ্লিকেট হয়ে থাকে। এরকম কনডেন্সারের ক্ষেত্রে ফ্যান কিছু সময়ের জন্য ঠিকঠাক কাজ করে। তারপর আচমকাই এটি গরম হয়ে বিস্ফোরিত হতে পারে।
আপনার ঘরের প্রয়োজনীয় এই জিনিসটির খেয়াল রাখুন। এজন্যই বিশেষজ্ঞরা ভালো কোম্পানির কনডেন্সার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। টাকা কিছুটা বেশি লাগলেও নিজের পরিবারের নিরাপত্তার জন্য ভালো মানের কন্ডেন্সারযুক্ত ফ্যান কেনাই বাঞ্ছনীয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post