ওমানের সুপ্রিম কমিটি দেশটির সকল মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে নতুন সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে। বিশেষ করে মাস্কাটের মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হওয়ার কারণে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে চলছে। তাই এখন থেকে এই জায়গাগুলিতে গ্রাহক বা দর্শনার্থীরা কেবল দুই ঘণ্টা অবস্থান করতে পারবেন এমন একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি ঘোষণা করেছে মাস্কাট কর্তৃপক্ষ।
নতুন এই পদক্ষেপগুলির মধ্যে বয়সের সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত রয়েছে। যাদের বয়স ১২ বছরের কম ও ৬০ বছরের ঊর্ধ্বে তারা এখন থেকে মল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যেতে পারবে না। মাস্কাট পৌরসভা সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,”গাইডেন্স প্যানেলে এটি উল্লেখ করা উচিত যে একজন গ্রাহক দু’বারের বেশি কোনো মল বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না। এছাড়াও কোনো গ্রাহকের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়াও সকল মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পর্যাপ্ত বায়ুচলাচলের ব্যবস্থা এবং প্রতিটি প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার করতে হবে। সকল গ্রাহক ও বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করতে হবে।
আরও পড়ুনঃ আজ রাতে লাইভে আসছেন তাহেরি এবং কলরব
খুচরা দোকানিগুলোতে কর্মরত প্রতিটি কর্মী যেনো নিদিষ্ট জায়গায় কাজ করে সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে দেশটির সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মল এবং বাণিজ্যিক কেন্দ্রের পার্কিং লটের সংখ্যা কমাতে হবে ৫০ শতাংশ।সেইসাথে সুপ্রিম কমিটির পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কেটের মসজিদ বন্ধ রাখতে হব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post