সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কর্মী নিয়োগের আবেদন নেওয়া শুরু করেছে ইতালি। বাংলাদেশ সহ বিশ্বের ৩৩টি দেশ থেকে ৮২ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। ইতিমধ্যেই ২৭ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু করেছে দেশটি।
মৌসুমি কোটায় ৪৪ হাজার শ্রমিক আর অ-মৌসুমি কোটায় ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে। মৌসুমি কোটায় কৃষিখাতে নেওয়া হবে ২২ হাজার শ্রমিক। নিয়ম অনুযায়ী মৌসুমি শ্রমিকদের ৯ মাসের ভিসা দেওয়া হয়। ভিসার মেয়াদ শেষ হলে ওই শ্রমিকদের নিজ দেশে ফেরত যেতে হবে। অ-মৌসুমি কোটায় অবকাঠামো নির্মাণ, খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনার কাজ, ভারি যানবাহনের চালক, জাহাজ নির্মাণ, টেলিযোগাযোগ শ্রমিক নেওয়া হবে।
সাধারণত কৃষিখাতে সবচেয়ে বেশি কর্মী প্রবেশের সুযোগ পাবে। এছাড়া থাকবে ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী, সিজনাল আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট, মেটাল মেকানিক্স, খাদ্য-দ্রব্য ও জাহাজ নির্মাণ শিল্পখাতে প্রবেশের সুযোগ। তবে বাংলাদেশের সাথে ইতালির ড্রাইভিং লাইসেন্স চুক্তি না থাকায় এই সেক্টরে সরাসরি বাংলাদেশ থেকে আবেদনের সুযোগ থাকবে না। তবে যদি কোন বাংলাদেশির অন্য কোনো দেশের ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকে এবং সেই দেশের লাইসেন্স যদি ইতালিতে গ্রহণযোগ্য হয় তাহলে এই সেক্টরে আবেদনের সুযোগ থাকবে।
এবারের ফ্লুসিতে ইতালির অভ্যন্তরের কর্মহীন বা উপযুক্ত কর্মীরা নিয়োগের ক্ষেত্রে প্রথমে সুযোগ পাবেন। এধরনের কর্মীর সংস্থান না হলে কেবল তখনই প্রতিষ্ঠানগুলো ইতালির বাইরে থেকে কর্মী নিয়োগ দেওয়ার আবেদন করতে পারবে। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ফ্লুসি ডিক্রির আওতায় নিয়োগ প্রক্রিয়া ইতালির নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে দূতাবাসের কোন সম্পৃক্ততা নেই।
এ ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ইতালি সরকারের কাছে কাগজপত্র পরিষ্কার থাকতে হবে। কোনো ভাবেই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। উল্টো ক্ষতির শিকার হতে পাবেন। এই সুযোগে দালালচক্র প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তাই, দালালচক্র থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post