করোনার পর স্বাভাবিক জীবনে ফিরেছে ইতালি। তবে কর্মস্থলগুলোতে চলছে জনবল সংকট। এই সংকট নিরসনে ৮২ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। বিশ্বের ৩৩টি দেশ থেকে এই বিপুল সংখ্যক শ্রমিক নেবে দেশটি। আগামীকাল ২৭ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হচ্ছে।
দেশটিতে দুই শ্রেণীর শ্রমিক নেওয়া হবে। এরমধ্যে মৌসুমি কোটায় নেওয়া হবে ৪৪ হাজার শ্রমিক। আর অমৌসুমি কোটায় ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে।
মৌসুমি কোটায় কৃষিখাতে নেওয়া হবে ২২ হাজার শ্রমিক। নিয়ম অনুযায়ী মৌসুমি শ্রমিকদের ৯ মাসের ভিসা দেওয়া হয়। ভিসার মেয়াদ শেষ হলে ওই শ্রমিকদের নিজ দেশে ফেরত যেতে হবে।
অমৌসুমি কোটায় অবকাঠামো নির্মাণ, খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনার কাজ, ভারি যানবাহনের চালক, জাহাজ নির্মাণ, টেলিযোগাযোগ শ্রমিক নেওয়া হবে। এ ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের ইতালি সরকারের কাছে কাগজপত্র পরিষ্কার থাকতে হবে। কোনো ভাবেই প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। উল্টো ক্ষতির শিকার হতে পাবেন। দালালচক্র থেকেও সতর্ক থাকতে হবে। কারণ এই সুযোগে অনেকেই প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post