মাস্কাটের আল আমেরাতের আল নাহদা হেলথ সেন্টার ২৪ ঘণ্টা খোলা রাখার এবং স্বাস্থ্য সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (২৬ মার্চ) ওমান অবজারভারের এক প্রতিবেদনে একথা বলা হয়।
আল নাহদা হেলথ সেন্টারের চিকিৎসক ড. আহমেদ আল হানাশি বলেন,আমেরাতের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং রাতে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি খোলা রাখার জন্য জনগণের পক্ষে থেকে অনুরোধ করা হয়েছিল। তিনি বলেন, সাধারণত, স্থানীয় বাসিন্দারা রুউইর আল নাহদা হাসপাতাল বা রয়্যাল হাসপাতালের জরুরি বিভাগের মতো নিকটতম সরকারী হাসপাতালে যান এবং উভয়ই হাসপাতালে এতে চাপ বাড়তে পারে। হাসপাতালগুলোর উপর চাপ কমাতে সরকারের পদক্ষেপের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রমজান মাসে আল-নাহদা স্বাস্থ্যকেন্দ্র সকাল ৮টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা, রাত ৯টা থেকে ১২টাএবং রাত ১২ টা থেকে সকাল ৮টা পরিচালিত হবে।
স্বাস্থ্যকেন্দ্রে একটি সাধারণ মেডিসিন ক্লিনিক, একটি ডায়াবেটিস ক্লিনিক, একটি ডেন্টাল ক্লিনিক, একটি ফিজিওথেরাপি ক্লিনিক, এক্স-রে, একটি পরীক্ষাগার, পরীক্ষা কক্ষ এবং অপারেশন রুম ছাড়াও অন্যান্য সুবিধা যেমন জীবাণুমুক্তকরণ সরঞ্জাম এবং অন্যান্য স্বাস্থ্য সুবিধার জন্য একটি কক্ষ, পুরুষ ও মহিলাদের জন্য ওয়েটিং রুম, প্রশাসনিক অফিস এবং অন্যান্য চিকিৎসা সেবা থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post