রমজানের প্রথম দিনে ইসরায়েলি পুলিশের সহায়তায় শত শত ইসরায়েলি উগ্রবাদী আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে। ২৩ মার্চ, বৃহস্পতিবার ফিলিস্তিনসহ বিশ্বের বেশিরভাগ দেশেই পবিত্র রমজান মাস শুরু হয়। খবর দ্য নিউ আরব।
জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, ২৯৪ জন চরমপন্থী ইসরায়েলি আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে হামলা চালিয়েছে। তারা নিয়ম লঙ্ঘন করে সেখানে প্রার্থনা করেছে। আল আকসা মসজিদে কেবল মুসলমানদেরই প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে। খ্রিষ্টান এবং ইহুদী ধর্মাবলম্বীরা কেবলমাত্র এই স্থান পরিদর্শন করতে পারবে।
এর আগে ইসরায়েলি চরমপন্থীরা রমজানের প্রথম দিনে মসজিদ প্রাঙ্গণে ইহুদীদের প্রবেশ করার আহ্বান জানিয়েছিল। এর ফলে বৃহস্পতিবারের ওই তাণ্ডবের ঘটনা ঘটে।
এদিকে হামাস জেরুজালেমে উত্তেজনা বাড়ানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। প্রতি বছরই রমজান মাসে আল আকসা মসজিদকে কেন্দ্র করে উস্কানিমূলক বিভিন্ন কাজ করে থাকে ইসরায়েলিরা। ফলে ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরনো অংশে অবস্থিত আল আকসা ইসলামের তৃতীয় পবিত্র স্থান। মক্কার মসজিদুল হারাম এবং মদীনার মসজিদে নববীর পরেই আল আকসা মসজিদের স্থান। অপরদিকে খ্রিষ্টান এবং ইহুদীদের কাছেও এটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post