বছর ঘুরে আবারও শুরু হলো পবিত্র মাহে রমজান। সৌদি আরব, ওমান সহ বিশ্বের বহু দেশে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে শুরু হয়েছে রমজান মাস। আর পবিত্র এই মাস উপলক্ষে ওমানের নাগরিক ও প্রবাসী সহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। এক শুভেচ্ছা বার্তায় সবার জন্য সুস্বাস্থ্য প্রার্থনা করেছেন সুলতান।
এদিকে, রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার (২২ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তিনি। জাস্টিন ট্রুডো বলেন, ‘পবিত্র রমজান মাসের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি। আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি ও আমি সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান পালনকারী সকলকে শুভেচ্ছা জানাই।’
এছারাও, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সারা বিশ্বের কষ্ট ও বিপর্যয়ের শিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। তার ভাষায়, ‘আমরা তুরস্ক এবং সিরিয়ার জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। কারণ সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে তারা অনেক প্রিয়জনকে হারিয়েছেন এবং পাকিস্তানের জনগণের পাশেও আমরা থাকব যারা গত বছরের বিধ্বংসী বন্যার পরে নিজেদের জীবন নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আজ বিশেষ করে, আমরা শান্তিপূর্ণভাবে ও উন্মুক্তভাবে আমাদের বিশ্বাসের অনুশীলন, প্রার্থনা এবং প্রচার করার সার্বজনীন মানবাধিকারের কথা স্মরণ করি। মার্কিন মিত্রদের সাথে নিয়ে চীনের উইঘুরসহ নিপীড়নের মুখোমুখি হওয়া মুসলিমদের সাথে একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। বার্মার (মিয়ানমার) রোহিঙ্গা এবং সারা বিশ্বে নিপীড়নের সম্মুখীন অন্যান্য মুসলিম সম্প্রদায়ের সঙ্গেও একাত্মতা প্রকাশ করছে ওয়াশিংটন।’ বাইডেন আরও বলেন, ‘রমজান পালনকারী আমার সহকর্মী আমেরিকান এবং সারা বিশ্বের মুসলমানদের সবাইকে ‘রমজান করিম’। আমরা আপনাদের সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করি।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post