পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন অফিসিয়াল সময়সূচী ঘোষণা করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার (২২ মার্চ) দূতালয় প্রধান থোইং এ সাক্ষরিত এক নোটিশে বলা হয়, রবি থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চলবে। তবে দুপুর ১টা ১৫ থেকে দেড়টা নাগাদ ১৫ মিনিটের জন্য নামাজের বিরতি থাকবে।
এদিকে, পবিত্র রমজান মাসে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে ওমান। ২১ মার্চ শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, বেসামরিক খাতের কর্মীদের জন্য অফিসিয়াল কাজের সময় হচ্ছে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
এছাড়া কর্মস্থলে সময় কিছুটা এদিক সেদিক করেও নির্ধারণ করা যাবে। তবে পাঁচ ঘন্টাই কাজের জন্য বরাদ্দ থাকবে। নতুন এই সময়সূচী অনুযায়ী সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করার কথা বলা হয়েছে। অর্থাৎ বিকেল ৩ টার পর কোনো অফিস খোলা থাকবেনা।
পাশাপাশি প্রতিষ্ঠান চাইলে কর্মীদের বাসা থেকে অফিস করার সুযোগ দিতে পারে। সব ক্ষেত্রে, যাদের উপস্থিতি প্রয়োজন তাদের সংখ্যা কমানো যাবে না। বেসরকারি খাতের প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুসলিম শ্রমিকদের কাজের সময় কমিয়ে প্রতিদিন ৬ ঘণ্টা করা হবে এবং সপ্তাহে ৩০ ঘণ্টার বেশি কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যাবেনা বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post