পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে চাঁদের ছবি তুলে সেটি প্রকাশ করে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে শুরু হচ্ছে তারাবী এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস।
আমিরাতের রাজধানী আবুধাবিতে থাকা আইএসির অ্যাস্ট্রোনমিক্যাল সিল অবজারভেটরির মাধ্যমে সকাল ৮টার পর রমজানের চাঁদের প্রথম ছবি তোলা হয়। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ১৪৪৪ হিজরি সনের রমজানের চাঁদের আরও পরিষ্কার ছবি পাওয়া যায়। তবে, সকাল বেলা চাঁদ দেখা প্রসঙ্গে সংবাদমাধ্যম খালিজ টাইমসের কাছে বিষয়টি খোলাসা করেছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ ওদেহ। তিনি বলেন, ‘অর্ধচন্দ্র ওঠার পরই এটি যে কোনো সময় দেখা যায়। যা আজ হয়েছে (নতুন চাঁদটি ওঠেছে) সকাল ৬টা ৫১ মিনিটে। কিন্তু সূর্যের উজ্জ্বল আলোর কারণে চাঁদ এবং তারা দিনের বেলা দেখা যায় না। এ কারণে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়।’
তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র দিনের বেলা চাঁদ দেখার জন্য শক্তিশালী ক্যামেরা ব্যবহার করেছে। এটি করা হয়েছে অ্যাস্ট্রো ইমাজিং পদ্ধতির মাধ্যমে।’ ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ আজ চাঁদ দেখার চেষ্টা করবে। আর আমরা আগেই চাঁদের ছবি তুলতে সক্ষম হওয়ায় তারা জানতে পারবে চাঁদ ইতোমধ্যে উঠে গেছে এবং তারা এটি দেখার চেষ্টা করবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post