ওমানে করোনাভাইরাস সংক্রমণ রোধে দায়িত্বে থাকা সুপ্রিম কমিটি জানিয়েছে যে, দেশটিতে নতুন করে আরও কিছু বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সুপ্রিম কমিটি আজ (২৩-জুন) ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদী ও কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এই ঘোষণা দেন। সেইসাথে এই মহামারীর প্রতিরোধ ব্যবস্থা ও এর বিস্তার এড়াতে বিভিন্ন নতুন পদক্ষেপও হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি।
আগামীকাল থেকে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে নতুন করে বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (মাতরাহ, ওয়াদি কবির ও হামরিয়া অঞ্চলের কিছু অংশ ব্যতীত)। সুপ্রিম কমিটি আরও জানিয়েছে যে, নতুন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও সকল নাগরিক যেনো করোনা মোকাবেলায় সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলে। একই সাথে নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলে সেদিকে লক্ষ রাখতে হবে।
মঙ্গলবার মাস্কাট সিটি কর্পোরেশন থেকে যেসব দোকান পুনরায় খোলার অনুমতি পেয়েছে তার একটা তালিকা প্রকাশ করেছে, যা নিম্নে তুলে ধরা হইলো:
১, কোরিয়াত ও মাতরাহ মাছের আড়ত পুনরায় খুলে দেওয়া হয়েছে।
২, কাঠকয়লা এবং কাঠ বিক্রির দোকান।
৩, ভ্রমণ ও পর্যটন অফিস
৪, উটের রেসট্র্যাকস (কেবল প্রশিক্ষণের জন্য)
৫, জিপসাম ডেকোরেশন দোকান।
৬, গার্মেন্টস ওয়ার্কশপ।
৭, মল এবং বাণিজ্যিক কমপ্লেক্স।
৮, শ্রমিক নিয়োগ অফিস
৯, ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ বিক্রয়ের দোকান।
১০, টেক্সটাইলের দোকান।
আরও পড়ুনঃ ওমানের জাতীয় দিবস প্রতীকের অনুমোদন দিলেন সুলতান
১১, সিসিটিভি ক্যামেরা এবং সুরক্ষা সিস্টেম স্থাপনের দোকান।
১২, দরজা এবং জানালা বিক্রয়ের দোকান।
১৩, কৃত্রিম গহনা বিক্রয়ের দোকান।
১৪, লোহা এবং অ্যালুমিনিয়াম পণ্য বিক্রয়ের দোকান।
১৫, পেইন্ট এর দোকান।
১৬, প্লাস্টিক এবং কাগজের দোকান।
১৭, কিচেন আইটেম বিক্রয়ের শোরুম।
১৮, ওমানের ঐতিহ্যবাহী অস্ত্র বিক্রয় এবং মেরামতের দোকান।
১৯, মৃৎশিল্প এবং হাতে তৈরি পণ্যের দোকান।
২০, বৈদ্যুতিক লিফট এবং সিঁড়ি বিক্রির দোকান।
২১, কাঠ এবং লোহার বাক্স বিক্রয়ের দোকান।
২২, আসবাবপত্র গৃহসজ্জা সামগ্রী বিক্রির দোকান।
২৩, কামার প্রয়োজনীয়তা এবং অ্যালুমিনিয়াম চিপ বিক্রির দোকান।
২৪, গাড়ির সীট এবং ডেকোরেশনের দোকান।
২৫, বরফের কারখানা।
২৬, ম্যাসার তৈরির দোকান
২৭, বাদ্যযন্ত্র বিক্রয় এবং মেরামতের দোকান।
২৮, এসি ও ওয়াশিং মেশিন মেরামতের দোকান।
২৯, ট্যাঙ্ক তৈরির কারখানা।
৩০, কালি ভর্তির দোকান।
আরও পড়ুনঃ বিশেষ ফ্লাইটের বাড়তি ভাড়া, মরার উপর খাড়ার ঘা
৩১, পুরাতন জিনিষপত্র বিক্রির দোকান।
৩২, ওমনি খঞ্জার বানানোর দোকান।
৩৩, আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান।
৩৪, শুল্ক ছাড়পত্র এবং শিপিং অফিস।
৩৫, আর্থিক ব্রোকার অফিস।
৩৬, ক্লিনিং কোম্পানি।
৩৭, তাপ নিরোধক ইন্সটলেশন।
৩৮, শৈল্পিক উৎপাদন দোকান/অফিস
৩৯, অডিও টেপ বিক্রয়ের দোকান।
৪০, ধাতু মুদ্রণ দোকান।
৪১, ধাতু টার্ন এর দোকান।
৪২, বিবাহের গাউন ভাড়া/ বিক্রয়ের দোকান।
৪৩, লন্ড্রি
৪৪, প্রাচীন শিল্পকর্ম এবং পেইন্টিং
৪৫, গার্মেন্টস ওয়ার্কশপ
৪৬, হোটেল এবং রান্নাঘরের সরঞ্জাম বিক্রয় এবং ইন্সটলেশন
৪৭, বিজ্ঞাপনের আউট-লেট
৪৮, পুরুষদের এবং মহিলাদের পোশাকের দোকান।
৪৯, ফ্যামিলি কনসালটেন্ট
৫০, গ্লাস বিক্রয়ের দোকান।
আরও পড়ুন; ওমানে কমছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা
৫১, ব্যবহৃত টায়ার বিক্রির দোকান।
৫২, গাড়ি চালানোর নির্দেশনা অফিস
৫৩, হসপিটালিটি সেবার অফিস।
সুত্রঃ ওমান ডেইলি
https://youtu.be/ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post