বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে আরব দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছে ওমানের নাম। ২০২২ সালের গ্লোবাল কানেক্টিভিটি ইনডেক্স থেকে এই তথ্য দেওয়া হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেসের সহযোগিতায় গ্লোবাল কানেক্টিভিটি ইনডেক্স প্রকাশ করেছে ডিএইচএল। সেখানে বলা হয়, ২০২২ সালের সূচকে বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে একধাপ এগিয়ে বিশ্বব্যাপী ৬৯ তম স্থানে রয়েছে ওমান।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েতের সাথে সালতানাত বিশ্বব্যাপী পারস্পরিক নির্ভরশীলতার সেরা আরব দেশ হিসাবে স্থান পেয়েছে। ১৭১টি দেশ নিয়ে করা এই তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, এরপর রয়েছে সিঙ্গাপুর, বেলজিয়াম ও সুইজারল্যান্ড। রাংঙ্কিংয়ের শেষে রয়েছে গিনি-বিসাউ, তার পরেই রয়েছে বুরুন্ডি, মালাউই ও ইয়েমেন।
সূচকটি ১৭১ টি দেশের বিশ্বায়নট্র্যাক করার পাশাপাশি প্রতিটি দেশের জন্য বৈশ্বিক পারস্পরিক নির্ভরশীলতার পরিমাণ পরিমাপ করতে চার মিলিয়নেরও বেশি ডেটা পয়েন্ট ব্যবহার করে। এটি তার অভ্যন্তরীণ অর্থনীতির আকারের তুলনায় আন্তর্জাতিক প্রবাহের পরিমাণ এবং আন্তর্জাতিক প্রবাহ বিশ্বব্যাপী বিতরণের পরিমাণ, পাশাপাশি এর নির্দিষ্ট ফোকাস অনুসারে পরিমাপ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post