ওমানে বর্তমান নূন্যতম মজুরি ৩৬০ রিয়াল থেকে বাড়িয়ে ৪০০ রিয়াল নির্ধারণ করার বিষয়ে পর্যালোচনা করছে সরকার। দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন বলেছেন, শ্রম মন্ত্রণালয় ন্যূনতম মজুরি উন্নীত করার পদক্ষেপ নিয়ে গবেষণা করছে। মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়।
‘টুগেদার উই প্রগ্রেস’ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে ন্যূনতম মজুরি পর্যালোচনা করছি। আমরা একটি প্রাথমিক খসড়া মন্ত্রিপরিষদের সেক্রেটারি জেনারেলের কাছে পাঠিয়েছি। ন্যূনতম মজুরি বৃদ্ধি মাসিক মজুরির গড় এবং বার্ষিক মুদ্রাস্ফীতির হারের উপর নির্ভর করে এবং ৪০০ রিয়ালের মধ্যে হতে পারে।
বর্তমানে, যোগ্যতা নির্বিশেষে, ওমানি কর্মীদের ন্যূনতম বেতন ৩২৫ রিয়াল দেওয়া হয়। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য মজুরি কমানো নয়। এটি সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক বিষয়। তাঁর মতে, মন্ত্রণালয় প্রথম জাতীয় ইন্টারেক্টিভ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘খাতওয়া’ চালু করবে যা শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের বিশেষ কাউন্সেলিং পরিষেবা এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগগুলোতে অধ্যয়ন প্রোগ্রামগুলোর বিস্তৃত ডেটা সরবরাহ করবে।
ছাঁটাই ও পদোন্নতি প্রসঙ্গে তিনি বলেন, সুস্পষ্ট আইনি নিয়ন্ত্রণ অনুযায়ী সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে বেসরকারি খাতে এসব হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয় বর্তমানে ২০১৩ থেকে ২০১৮ ব্যাচের দেরিতে পদোন্নতির বিষয়টি খতিয়ে দেখছে। তবে, এতে প্রবাসীদের কোন লাভ নেই। বরং যেসব প্রবাসী ওমানে ব্যবসা বাণিজ্য করছেন, এটি তাদের জন্য এক ধরণের ক্ষতির কারণ হবে বলে মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক মাস্কাট থেকে একাধিক প্রবাসী ব্যবসায়ী আমাদের জানিয়েছেন, এমনিতেই দিনদিন ওমানিকরণ করার ফলে অধিকাংশ সেক্টরে প্রবাসীদের স্থানে ওমানিদের চাকরি দিতে হচ্ছে। ফলে, যে বেতনে ৩ জন প্রবাসী কর্মী রাখা যেত, সেই বেতন বর্তমানে একজন ওমানিকেই দিতে হচ্ছে। অপরদিকে একজন প্রবাসী শ্রমিক দিয়ে যে কাজ করানো সম্ভব, একই কাজ ৩ জন ওমানি কর্মী দিয়েও সম্ভব হয়না। ফলে উচ্চ বেতন দিয়ে ওমানি কর্মী নিয়োগ দিয়ে লোকসান গুনতে হচ্ছে কোম্পানিকে। এমতাবস্থায় ওমানিদের বেতন আরো বৃদ্ধির খবরে প্রবাসী ব্যবসায়ীদের মাঝে এক ধরণের হতাশা বিরাজ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post