ওমানে নতুন আইন জারী করেছে দেশটির বাণিজ্য, শিল্প এবং বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়। নতুন এই আইন অনুযায়ী দেশটিতে কোন পণ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হলে তার লাইসেন্সের প্রয়োজন হবে। অর্থাৎ, যারা নিজেদের ফেসবুক, ইউটিউব অথবা অন্যকোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কোম্পানির প্রচারণা করে থাকনে, তাদেরকে লাইসেন্স নিতে হবে। তবে, এরজন্য কোনো ফি দেওয়া লাগবেনা বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (২০ মার্চ) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই আইনটি আগামী ২৪ মার্চ থেকে কার্যকর হবে। মন্ত্রণালয়ের বাণিজ্যিক বিষয়ক এবং ই-কমার্স বিভাগের পরিচালক আজ্জা বিনতে ইব্রাহিম আল কিন্দি জানান, বিপণন অনুশীলনের জন্য এবং ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে প্রচারমূলক কার্যক্রমে বাধ্যতামূলক লাইসেন্সের জন্য কোনও ফি লাগবে না। যেসব কোম্পানি তাদের নিজস্ব পণ্য এবং পরিষেবা প্রচার করতে চায় তাদের লাইসেন্সের প্রয়োজন নেই। “কিন্তু যদি তারা অন্য কোম্পানি বা ব্যক্তিদের প্রচার করতে চায় তবে তাদের লাইসেন্স লাগবে।
আজ্জা আল কিন্দি আরো বলেন, “লাইসেন্সপ্রাপ্তদের উপর কোন কর প্রযোজ্য হবে না এবং একটি লাইসেন্স তাদের কার্যক্রম প্রচারের জন্য একাধিক সামাজিক মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যবহার করতে পারবেন। তিনি আরও যোগ করেন, যেকোনো প্রবাসী কোম্পানি বা ব্যক্তি ওমানে এসে তাদের পণ্য এবং পরিষেবার প্রচার করতে পারবে। তবে, সেক্ষেত্রে তাদের নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post