প্রথমবারের মত ৫০ লাখের মাইলফলক ছুঁতে যাচ্ছে ওমানের জনসংখ্যা। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন) এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের জনসংখ্যা ৫০ লাখে পৌঁছাতে হলে মাত্র চার হাজার লোকের প্রয়োজন। ইতিহাসে এই প্রথম সালতানাত ৫০ লাখের মাইলফলক স্পর্শ করছে। ১৯ মার্চ টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
কেন্দ্রের জনসংখ্যা পরিসংখ্যান থেকে জানা যায়, রবিবার সকাল পর্যন্ত জনসংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৬৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫৭ দশমিক ৬ শতাংশ ওমানি এবং ৪২ দশমিক ৩ শতাংশ প্রবাসী। এর আগে গত ১৪ মার্চ ওমানের জনসংখ্যা ৪৯ লাখ ৯৪ হাজার ৮০১ জনে পৌঁছেছিল। দেশটিতে প্রবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ।
ওমান সরকারের তথ্য অনুযায়ী ২০২২ সালের অক্টোবর নাগাদ দেশটিতে ৬ লাখ ৩৩ হাজার ৭৫৮ জন বাংলাদেশি প্রবাসী রয়েছেন। যা আগের বছরের তুলনায় বেড়েছে ১ লাখ ২ হাজার ৭০৫ জন। ওমান সরকার বলছে, বিশ্ব বাজারে তেলের দামবৃদ্ধির কারণে অপ্রত্যাশিত লাভের মুখ দেখছে ওমান। যার ফলে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়ছে। ওমান সরকারের দেওয়া তথ্য মতে, এই বছরের ১০ মাসে নতুন ভিসা নিয়ে ১ লাখেরও বেশি বাংলাদেশী কর্মী, ৫৩ হাজার ভারতীয় এবং ৫৮ হাজার পাকিস্তানির কর্মী ওমানে গেছেন।
এনসিএসআই’র তথ্যমতে, ২০১৯ সালের শেষ দিকে সুলতানিতে বিভিন্ন খাতে কর্মরত ছিলেন ১৭ লাখ ১২ হাজার ৭৯৮ জন প্রবাসী কর্মী। ২০২০ সালে এই সংখ্যা ১৪ লাখ ৪৩ হাজার ১২৮ এবং ২০২১ সালে তা ১৪ লাখ ৯ হাজার ৪৭৩-এ নেমে এসেছে। তবে, ২০২২ সালে একটি পুনরুদ্ধার দেখা গেছে। যেখানে প্রবাসী কর্মীদের সংখ্যা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। ওমানে এখন প্রবাসীদের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post