মধ্যপ্রাচ্যের বাজারে কদর বাড়ছে চট্টগ্রামে উৎপাদিত সবজির। বন্দর নগরী চট্টগ্রাম থেকে ৫৯ পদের বিষমুক্ত সবজি সরাসরি রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। রপ্তানি হওয়া সবজির মধ্যে রয়েছে কচুর লতি, কচু, পটল, ঝিঙে, শসা, তিতকরলা, কাঁকরোল, বরবটি, শিম, লেবু, জলপাই, সাতকরা, লাউসহ আরও নানান সবজি। সবজির বড় বাজার মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স। এছাড়া বাহরাইন, ওমান, মালয়েশিয়া, সুইডেন, কানাডা, জার্মানিসহ বিভিন্ন দেশেও কিছু সবজি রপ্তানি হয়।
সীতাকুণ্ড থেকে এবছর প্রথমবারের মতো মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে টমেটো। প্রথম দফায় ১৩ টন টমেটো যাচ্ছে মালয়েশিয়া। কৃষকরা বলছেন, টমেটো চাষ করে ভালো লাভবান হয়েছি। এর মধ্যে এবার প্রথমবারের মতো আমাদের পরিশ্রমের সবজি টমেটো বিদেশে পাঠানোর তালিকাভুক্ত হওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু চাহিদা বাড়লেও বিমান ভাড়া বেড়ে যাওয়ার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকে। রপ্তানি খাতে বিদেশি আয় বাড়াতে এবং বিমান ভাড়া কমাতে সরকারের সহযোগিতা চেয়েছেন কৃষকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post