সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২২ মার্চ কুয়েতে উদ্বোধন হতে যাচ্ছে ই-পাসপোর্ট সেবা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ই-পাসপোর্ট পেতে যাচ্ছেন কুয়েত প্রবাসীরা। ইতোমধ্যে এই প্রকল্পের যন্ত্রপাতি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে পৌঁছেছে। কুয়েত প্রবাসীদের এ সুখবর দিয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন।
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার দাবি দীর্ঘদিনের। দেশটিতে বর্তমানে বাংলাদেশির সংখ্যা তিন লাখের কাছাকাছি। স্থানীয় আইন অনুসারে, আকামা নবায়নে পাসপোর্টের মেয়াদ এক বছর পূর্ণ থাকতে হয়। একদিন কম হলেও আকামা নবায়ন বিবেচিত হয় অযোগ্য হিসেবে।
পাঁচ বছর মেয়াদি পাসপোর্টে আকামা লাগাতে গিয়ে অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক প্রবাসীর পাসপোর্ট কোম্পানি বা মালিকের কাছে জমা থাকায় তারা সঠিক সময়ে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন করতে পারেন না। আর সময়মতো আকামা নবায়ন করতে না পারায় প্রতিদিন দুই দিনার করে জরিমানা গুনতে হয়েছে অনেক প্রবাসীর। ফলে শিগগিরই ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের ভোগান্তির অবসান হবে।
ই-পাসপোর্ট গ্রাহকদের হাতে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সেবা থেকে প্রবাসীরা যাতে বঞ্চিত না হন, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশনা দেয়া হয়। এদিকে পাসপোর্ট ভোগান্তি থেকে পরিত্রাণের খবরে উচ্ছ্বসিত প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post