‘ওমানে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে প্রবাসীরা’ এই শিরোনামে গত ১৪ মার্চ প্রবাস টাইমে সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদ প্রকাশের পর থেকেই কঠোর অভিযানে নেমেছে মাস্কাটের পুলিশ প্রশাসন। ১৬ মার্চ মাস্কাট থেকে একাধিক নারীকে গ্রেফতারের পর ১৮ মার্চ আরো ৩০ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা দেহ ব্যবসায় জড়িত ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে, তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। শনিবার আল খয়ের থেকে এই ৩০ নারীকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই আফ্রিকান নাগরিক। তবে, এদের মধ্যে কিছু মাগরিবি, ফিলিপাইন ও বাংলাদেশি নাগরিকও রয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, মাস্কাটের পর অন্যান্য প্রদেশেও অভিযান পরিচালনা করা হবে। বিশেষকরে দেহ ব্যবসা, জুয়া এবং মাদক ব্যবসায় জড়িতদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে ওমানের পুলিশ। এদিকে আজও ওমানের ওকে সেন্টার, আল খয়ের, সিব, মাবেলা ও আল খুদ সহ বেশকিছু অঞ্চল ঘুরে দেখা গেছে, এইসব অঞ্চলে পতিতাবৃত্তিতে জড়িত রয়েছে অনেক প্রবাসী।
সাম্প্রতিক অভিযানের কারণে দালালদের মাঝে কিছুটা আতংক বিরাজ করলেও পূর্বের ন্যায় তাদেরকে রুই বরইগাছ তলায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আজও। জানাগেছে, এদের সাথে স্থানীয় কিছু ওমানি নাগরিকও জড়িত রয়েছেন। ফলে, পুলিশের হাতে নারীরা গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান দালাল চক্র। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ান নারীদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করছে এই চক্রটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post