আরাভ জুয়েলার্স নিয়ে নানা সমালোচনার মধ্যেই মঙ্গলবার দুবাই পৌঁছান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর একদিন পর বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে সঙ্গে নিয়ে জুয়েলারি দোকানটি উদ্বোধন করেন সাকিব।
আয়োজন ঘিরে এদিন সন্ধ্যা থেকেই দুবাই গোল্ডসূকে ভিড় করেন হাজার হাজার মানুষ। প্রবাসী বাংলাদেশি থেকে বিভিন্ন দেশের মানুষ সেখানে জড়ো হন সেখানে। অনুষ্ঠানের শুরুতে আরব সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হন বিদেশি শিল্পীরা। রাত আটটার দিকে সাকিব আল হাসান গোল্ডসূকে এলেও আরব জুয়েলারিতে পৌঁছাতে হিমশিম খেতে হয়। হাজার হাজার মানুষ এ সময় সাকিবকে এক নজর দেখতে ভিড় করেন সেখানে। এই দোকান উদ্বোধনের পর পাশের গোল্ড ল্যান্ড বিল্ডিংয়ে আপন জুয়েলারি নামে আরেকটি শো রুম পরিদর্শন করেন সাকিব।
সাকিব আল হাসান দুবাই গোল্ডসূক ছেড়ে যাওয়ার পর আরব জুয়েলারির মঞ্চে সংগীত পরিবেশন করেন হিরো আলম, আরেফিন আকাশ, বঙ্গ শিমুল, যাবেদ সরওয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাংলাদেশ থেকে চিত্র নায়িকা দীঘি, পারভেজ খান পাবেল দেশ থেকে দুবাই গেলেও অনুষ্ঠানে তাদের দেখা যায়নি। অপরদিকে উদ্বোধনী মঞ্চে না উঠেই ১০ মিনিটের মধ্যে অনুষ্ঠান স্থান ত্যাগ করেন সাকিব। যদিও এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন অপেক্ষায় থাকা হাজারো প্রবাসী বাংলাদেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post