‘জমিজমা সব বিক্রি করে চার বছর আগে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। মাসখানেক আগে ছেলে জানালো ছুটিতে বাড়ি আসবে। ছেলে জানতে চাইল আমার জন্য কী আনবে? কিছুটা সংকোচ নিয়ে মনে জমে থাকা আশার কথা জানালাম। বললাম, তুমি যেদিন বাড়িতে আসবে তোমার সঙ্গে আমি ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়িতে আসতে চাই। ছেলে সেই কথা রেখেছে। কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না, আমার ছেলে আমার সেই স্বপ্ন পূরণ করেছে।’
সোমবার বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউপির কাঠাদোরা গ্রামে এ দৃশ্য দেখা যায়। শরিফুল ইসলাম কালিয়া উপজেলার কাঠাদোরা গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে।
জানা যায়, এক যুগেরও বেশি সময় ধরে সৌদিতে থাকেন। সোমবার সকালে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে মা মালেকা বেগমের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করেন। সোমবার বিকেলের দিকে ঢাকা পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাকে নিয়ে কাঠাদোরা গ্রামের নিজ বাড়ির সামনে মাঠে নামেন শরিফুল ও তার মা মালেকা বেগম।
গ্রামবাসীরা বলেন, আমাদের অজপাড়া গাঁয়ে এই প্রথম হেলিকপ্টার এসে নামল। হেলিকপ্টার ও শরিফুলের মাকে দেখতে এসেছি, খুব ভালো লাগছে। শরিফুলের মা মালেকা বেগম বলেন, আমার আশা ও স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়া। সেটা আমার ছেলে শরিফুল পূরণ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
প্রবসী শরিফুল ইসলাম বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে গ্রামের বাড়িতে আসবে। মায়ের প্রতি ভালোবাসা থেকে সেই চেষ্টা করেছি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন পর গ্রামের লোকদের দেখে খুবই ভালো লাগছে। হেলিকপ্টারে মা, আমার ছেলে ও আমি এসেছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post