মধ্যপ্রাচ্যের সড়কে ঝরলো আরো দুই বাংলাদেশির প্রাণ। গত ১৩ মার্চ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফোরকান সওদাগর (৫০) ও মোস্তফা আলী (৪৮) নামে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। মদিনা থেকে মক্কা যাওয়ার পথে বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। ফোরকান সওদাগর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আর মোস্তফা আলী বাঁশখালী উপজেলার ৬ নম্বর কাতুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় প্রবাসীদের সূত্রে জানাগেছে, গত ১১ মার্চ তারা জেদ্দা থেকে মদিনায় মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করতে যান। রওজা শরিফ জিয়ারত শেষে ১২ মার্চ রাতে মক্কার উদ্দেশে রওনা হন তারা। সোমবার ভোরে মদিনা থেকে দেড়শ‘ কিলোমিটার দূরে তাদের বহনকারী গাড়িটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সদ্য প্রয়াত মোহাম্মদ ফোরকান সওদাগর ও মোস্তফা আলী সৌদি আরবেই থাকতেন। জেদ্দার সুক সাদী মার্কেটে ব্যবসা করতেন তারা। এ দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ সারওয়ার নামের আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমান সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। এদিকে মৃত্যুর খবর তাদের নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়েছে। ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post