ওমানের জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুসারে দেশটিতে প্রবাসী জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন কমে আসছে। জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছর মার্চ মাসে দেশটিতে প্রবাসীর সংখ্যা ছিলো ১৬ লাখ ৬২ হাজার ১১৩ জন। এপ্রিলে এসে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৪১ জন ও মে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২২ হাজার ২৪১ জনে। শুধুমাত্র এই বছরেই দেশটিতে প্রবাসীর সংখ্যা কমেছে ৩৯ হাজার ৮৭২ জন।
গত বছর ডিসেম্বরে ওমানে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা ছিলো ৬ লাখ ৩০ হাজার ৬৮১ জন। করোনা পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৭১৩ জন। একই অবস্থা পাকিস্তান, ফিলিপাইন ও ভারতের। দেশটিতে গত বছর পাকিস্তানি প্রবাসীর সংখ্যা ছিলো দুই লাখ ৭ হাজার ২৮৮ জন। বর্তামানে দেশটিতে পাকিস্তানি প্রবাসী রয়েছেন এক লাখ ৯৭ হাজার ১৫৫ জন। ফিলিপাইন প্রবাসীর সংখ্যা ছিলো ৪৯ হাজার ৪৫৬ জন। বর্তমানে রয়েছে ৪৮ হাজার ২০ জন। ভারতীয় প্রবাসী গত বছর ছিলও ৬ লাখ ১৭ হাজার ৭৩০ জন বর্তমানে রয়েছে ৫ লাখ ৮২ হাজার ৭৬ জন।
পর্যবেক্ষক বিশ্লেষণ অনুসারে, গত বছর ২২ ডিসেম্বরে ওমানের মোট প্রবাসী জনসংখ্যা ছিলো ১৯ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন, চলতি বছরে তা কমে জানুয়ারিতে ছিলো ১৯ লাখ ৪২ হাজার ৬৩২ জন, ফেব্রুয়ারিতে ১৯ লাখ ৪৪ হাজার ১৬৪ জন, মার্চ মাসে ১৯ লাখ ৪১ হাজার ৩৬৯ জন, এপ্রিলে ১৯ লাখ ২৫ হাজার ৩১৬ জন, মে মাসে ১৯ লাখ ৩ হাজার ৪৫ জন এবং জুন মাসে এসে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।
আরও পড়ুনঃ সর্বশেষ স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করবে ওমান
গত বছর ২২ মে দেশটিতে প্রবাসী জনসংখ্যা ছিল ২০ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন যা মোট জনসংখ্যার ৪৩.৫ শতাংশ। যেখানে তার আগের বছর ২০১৮ সালের ২২ মে প্রবাসীর সংখ্যা ছিলো ২০ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন যা মোট জনসংখ্যার ৪৪.৯ শতাংশ।
https://www.youtube.com/watch?v=ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post