গত ৩ মার্চ ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরে জমকালো এই হিজাব উৎসব অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে প্রথমবার হিজাব পরা শুরু করেছে তিন হাজারের বেশি তরুণী।
আরবি সংবাদমাধ্য মুজতামা জানায়, প্রতিবছর কুর্দিস্তানের তরুণীদের হিজাব পরা উপলক্ষে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়। নবমবারের মতো গোল্ডেন ক্রাউন ফেস্টিভাল নামের এই উৎসবের আয়োজন করেছে কুর্দিস্তান স্টুডেন্টস ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন (কেএসডিও)।
অনুষ্ঠানের আয়োজক কেএসডিও জানায়, গোল্ডেন ক্রাউন উৎসবটি প্রতিবছর সর্বাধিক গুরুত্ব দিয়ে আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারের উৎসবে তিন হাজারের বেশি তরুণী অংশ নেয়।
প্রতিবছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে হিজাব পরতে শুরু করে কুর্দিস্তানসহ ইরাকের বিভিন্ন অঞ্চলের মুসলিম তরুণীরা। তাদের স্বাগত জানাতে এবং সবার মধ্যে হিজাবের গ্রহণযোগ্যতা বাড়াতে বৃহৎ পরিসরে বর্ণাঢ্য আয়োজন করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post