২০২১ সালের ৩ অক্টোবর ওমানে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় শাহিন। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাজানো গোছানো ওমানের চিত্র পাল্টে রূপ ন্যায় একটি ধ্বংস স্তূপের নগরীর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খাবুরা অঞ্চল। সেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত শেষে অবশেষে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে।
১৩ মার্চ টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত খাবুরার ওয়াদি আল হাওয়াসনাহ সড়কের মেরামত কাজ শেষ হয়েছে। বর্তমানে রাস্তাটি যাত্রীদের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই মেরামত সংশ্লিষ্ট প্রকল্পের মধ্যে আরো আছে রুট বরাবর ২০টি সাইট মেরামত করা, ৬০ কিলোমিটার দৈর্ঘ্যে ফুটপাথ সমতল করা, নয়টি ভ্যালি ক্রসিং এবং পাঁচটি স্থানে বেশ কয়েকটি ‘বক্স কালভার্ট’ বাস্তবায়ন করা।
মন্ত্রণালয় জানায়, রাস্তা মেরামতের কাজ বাস্তবায়নের জন্য রোড ডিজাইন ম্যানুয়াল অনুমোদিত স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল এবং এটি ট্র্যাফিক নিরাপত্তা প্রয়োজনীয়তা এবং নির্দেশিকা প্রদান করা হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post