প্রবাসীদের নির্ভয়ে কাজ করতে বললেন মাজেন বিন মাহফুদ আল হিনাই নামে এক ওমানি নাগরিক। মুলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমান প্রবাসীরা যাকে আবু আল হাওরি নামেই জানেন। সম্প্রতি ওমানের সাহামে বাংলাদেশি মালিকানাধীন একটি কার পলিশিং দোকানে প্রবাস টাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ওমানের আইন সবার জন্য সমান। এ দেশে কে ওমানি আর কে নন ওমানি এটা দেখে বিচার করা হয়না। যে সকল প্রবাসী কোম্পানি থেকে চুক্তি মত বেতন পাচ্ছেন না অথবা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে, এমন কোম্পানির বিরুদ্ধে নির্ভয়ে লেবার কোর্টে অভিযোগ দিতে বললেন এই ওমানি।
মূলত ওমান প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিজের ফেসবুক আইদিতে পোষ্ট দিয়ে বেশ জনপ্রিয় এই ওমানি। বিশেষ করে দেশটির বাংলাদেশি প্রবাসীদের মাঝে তিনি বেশ প্রসিদ্ধ। বাংলাদেশ নিয়েও রয়েছে তার ভালো ধারণা। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসের শুভেচ্ছা জানাতে ভুল করেন না এই ওমানি নাগরিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post