মাদারীপুরের শিবচরে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করে ৩ প্রেমিক। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার পুলিশ সুপার মাসুদ আলম। গ্রেপ্তারকৃতরা হলেন আতিয়ার কাজী (৫০), শহীদ মোল্লা (৪২)। পলাতক আরেকজন হলেন বাবুল শিকদার (৪৫)। তারা ৩ জনই উপজেলার ভেন্নাতলা এলাকার বাসিন্দা ও পেশায় ভ্যানচালক।
পুলিশ জানায়, ৭ বছর আগে স্বামীর বন্ধু আতিকের সঙ্গে পরিচয় হয় আকলিমার। পরবর্তীতে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর আতিকের অন্য বন্ধুদের সঙ্গে আকলিমার পরিচয়ের পর শারীরিক সম্পর্ক হলে এলাকায় জানাজানি হয়। সম্প্রতি আকলিমা গ্রেপ্তার আতিয়ারের কাছে টাকা দাবি করে। অন্যথায় বিষয়টি সবাইকে জানানোর ভয় দেখায়। সেজন্য ৩ বন্ধু মিলে সৌদি প্রবাসীর স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করে।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গত ৩ মার্চ ভেন্নাতলা এলাকার নিজ ঘর থেকে সৌদি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী আকলিমা বেগমের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন নিহতের ভাই সুজন শিকদার বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ১৮ ঘণ্টার মধ্যে পুলিশ আতিয়ার ও শহীদকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এখনও তাদের অপর সহযোগী বাবুল শিকদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (অপস্) মোঃ মনিরুল ইসলাম, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসানুজ্জামানসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকগন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post