ওমানের ইতিহাসে সবচেয়ে বড় সংগীত উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও দ্যুতি ছড়াচ্ছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা। আজ ওমানের একটি লাইভ কনসার্টে মঞ্চ মাতাবেন দেশের চার শিল্পী। রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হচ্ছে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সংগীত ও সাংস্কৃতিক উৎসব। ওমানের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগেই আয়োজিত হচ্ছে এই উৎসবটি। বাংলাদেশ ছাড়াও এতে আরও অংশ নেবেন সৌদিআরব, ভারত ও পাকিস্তানের শিল্পীরা। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রামের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এতে পারফর্ম করবেন বাংলাদেশের সুপার স্টার শাকিব খান। জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি, ইমরান ও আখি আলমগির।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাত টা থেকে শুরু হবে এই আয়োজন। মাস্কাট পুরনো এয়ারপোর্টের অপজিটে অটো মোবাইল এ্যাসোসিয়েশনে এতে প্রায় ২০ হাজার দর্শক অংশ গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানের জন্য হামরিয়া, মাবেলা ও নব হোটেল থেকে ফ্রি বাস সেবা দিচ্ছে মাওয়াসালাত। বিকেল ৩টা থেকে প্রোগ্রাম স্থলেই মিলছে টিকিট।
আয়োজক কমিটি জানিয়েছে ওমানের এই ‘মাস্কাট বিটস’-এ অংশ নেবেন মোট ১৩০ জন সংগীতশিল্পী। আগামী ১০ মার্চ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। এরপর ১১ মার্চের সমাপনী আকর্ষণ হিসেবে গাইবেন পাকিস্তানের নন্দিত গায়ক রাহাত ফতেহ আলী খান। অনুষ্ঠানের স্পন্সর হিসেবে আছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান এবং সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম সমিতি ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post