ট্রাফিক আইন লঙ্ঘন করলে জরিমানা দিতেই হবে। এই বিষয়ে কোন ছাড় নেই। এমনটি কি কখনো শুনেছেন জরিমানার উপরে ছাড়! শুনতে অবাক লাগলেও ট্রাফিক জরিমানার উপর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর এই ছাড় চলবে বছর জুড়ে। শারজাহ’র উপ-শাসক এবং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন সালেম বিন সুলতান আল কাসেমির নেতৃত্বে শারজাহ নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১ এপ্রিল থেকে এই ছাড় কার্যকর হবে। শারজাহ পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল সাইফ জিরি আল শামসি বলেছেন, এই নতুন স্কিমটি স্থায়ীভাবে চালু থাকবে। সিদ্ধান্তে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘনের তারিখের ৬০ দিনের মধ্যে অর্থ প্রদান করা হলে ৩৫ শতাংশ ছাড় কার্যকর করা হবে। এছাড়া গাড়িটি বাজেয়াপ্ত করার যে বিধান সেটি থেকেও অব্যাহতি মিলবে।
আর যদি লঙ্ঘনের তারিখ থেকে ৬০ দিনের পরে অর্থ প্রদান করা হয় তবে কেবল ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে এবং সেক্ষেত্রে বিলম্বের কারণে গাড়িটি বাজেয়াপ্ত করা হবে। যদি লঙ্ঘনের তারিখ থেকে এক বছর অতিবাহিত হয় এবং জরিমানা পরিশোধ না করা হয় তবে পুরো জরিমানা দিতে হবে এবং গাড়িও বাজেয়াপ্ত করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post