রানওয়ে থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই পাখির সাথে ধাক্কায় বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানকে জরুরী অবতরণ করা হয়। ঘটনাটি ভারতের। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির উদ্দেশে রওনা দেবে বলে ইন্ডিগোর যাত্রিবাহী বিমান সবেমাত্র আকাশপথে উড়ান দিয়েছিল। কিন্তু সুরাট বিমানবন্দর থেকে উড়ানের কিছু দূর যাওয়ার পর বিমানের সঙ্গে পাখির সজোরে ধাক্কা লাগে। বিমানে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে বিমানটিকে আমদাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
রবিবার ইন্ডিগো এ৩২০ বিমানে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটিতে ক্রু সদস্য ছাড়া ১৫০ জন যাত্রী ছিলেন। সুরাট বিমানবন্দর থেকে দিল্লির পথে যাচ্ছিল বিমানটি। বিমানের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু পাখির আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিন।
রবিবার ডিরেক্টরেট জেনেরাল অব সিভিল অ্যাভিয়েশন-এর পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করে দেখা গেছে, বিমানের দুই নম্বর ইঞ্জিনটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইঞ্জিনের ফ্যান ব্লে়ডগুলি কিছু জায়গায় ভেঙেও গিয়েছে। তাদের তরফে ফ্যান ব্লেডগুলি মেরামতের ব্যবস্থা করা হয়েছে। শনিবারও এক দিল্লিগামী বিমান কোচিন বিমানবন্দর থেকে উড়তে শুরু করার কয়েক মুহূর্ত পরেই তা আবার ঘুরিয়ে ভোপাল বিমানবন্দরে অবতরণ করানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post