বিমানের শব্দ কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারীদের জন্য বিমানের শব্দ বিরক্তিকর হতে পারে। আর তাই বিমানের শব্দ দূষণ হ্রাস করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
নতুন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল নির্দেশনা অনুযায়ী রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রান ওয়ের দিক পরিবর্তন করে উল্টো দিক থেকে বিমান অবতরণ করবে। ফলে রাত্রিকালীন সময়ে মাওয়ালাহ থেকে আজাইবা অঞ্চলে বসবাসরত মানুষের ঘুমে কোনো ব্যাঘাত সৃষ্টি করবেনা। তবে, বিরূপ আবহাওয়া কিংবা নিরাপত্তার প্রয়োজনে কখনো এই দিক দিয়ে ফ্লাইট অবতরণ করতে পারে।
বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুসারে, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর জন্য নেওয়া অপারেশনাল পদ্ধতিগুলো এয়ার ট্র্যাফিকের সুরক্ষার প্রয়োজনীয়তাগুলো পূরণ করবে। এটি ২০১৮ সালে নতুন মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর খোলার পর থেকে গ্রহণ করা হয়েছে।
শব্দ হ্রাস পদ্ধতি করার প্রক্রিয়ার মধ্যে বিমানবন্দরের দক্ষিণ রানওয়ের পুনর্নির্মাণের কাজও আছে। অন্যদিকে, জাতীয় স্বার্থে সুপার ক্যারেজ বিমানকে কেবল মাত্র মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়। তাদের ক্ষেত্রেও শব্দ হ্রাসে দেওয়া হয়েছে দিক নির্দেশনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post