পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন করলো ওমান। বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ দ্বৈত জিপলাইন রাইড চালু করেছে। দেশটির মুসান্দাম প্রদেশের খাসাবে এই রাইড চালু করেছে ওমান ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানি (ওমরান গ্রুপ)। এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের দারুণ আকৃষ্ট করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এটি সাপ্তাহিক ছুটির দিনসহ অন্যান্য দিনগুলোতে সকাল ৯টা টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
উদ্বোধন উপলক্ষে মুসান্দামের গভর্নর মুবারক বিন আলী আল রাহবি বলেন, ‘মুসান্দামে প্রচুর পর্যটনের ক্ষেত্র রয়েছে যা বিস্তৃত পর্যটন প্রকল্প বিকাশে ব্যবহার করা যেতে পারে। তিনি আরও বলেন, আমরা আত্মবিশ্বাসী যে জিপলাইন প্রকল্পটি প্রদেশের অভ্যন্তরে এবং বাইরের ব্যবসাগুলোকে আরও পর্যটন-সম্পর্কিত পরিষেবা বিকাশে উৎসাহিত করবে।
এই আকর্ষণীয় জিপলাইন প্রকল্প ওমান অ্যাডভেঞ্চার সেন্টার দ্বারা তৈরি প্রথম কার্যক্রম, যা এই অঞ্চলের জন্য একটি বিস্তৃত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে বিকশিত হচ্ছে। এই পরিকল্পনার মাধ্যমে মুসান্দম প্রদেশের বিভিন্ন মানের পণ্য ও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে তার পর্যটন বাজারে বৈচিত্র্য আনতে সক্ষম হবে। এটি তার সম্ভাবনাগুলো আঁকতে এবং এই অঞ্চলে একটি বিশিষ্ট পর্যটন গন্তব্য হিসাবে তার অবস্থান তুলে ধরতে সক্ষম করবে।
ওমান অ্যাডভেঞ্চার সেন্টারটি দর্শকদের একটি সমন্বিত পর্যটন অভিজ্ঞতা প্রদান করে বিস্তৃত সুযোগ-সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে। এখানে একটি অপেক্ষা করার জায়গাসহ আরও সুবিধা রয়েছে। জিপলাইন প্রকল্পটি এলইওএস দ্বারা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি একটি বিশেষজ্ঞ অপারেটর যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্কেলে অ্যাডভেঞ্চার এবং বিনোদন প্রকল্প পরিচালনা করে।
ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন উন্নয়ন মহাপরিচালক সাইদ হারেব আল ওবাইদানি বলেন, ওমান সালতানাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য, বিশেষ করে মুসান্দামের উন্নয়ন ও বিনিয়োগকে উৎসাহিত করতে মন্ত্রণালয় কাজ করছে। আমাদের লক্ষ্য হচ্ছে , বিভিন্ন বিশেষায়িত বহু-ব্যবহার প্রকল্পের মাধ্যমে পর্যটন পরিষেবা বাস্তুতন্ত্রকে উন্নত করা যা, বিভিন্ন পর্যটন বিভাগের আকাঙ্ক্ষা এবং রুচি পূরণ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post