ইসরাইল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হলে ফিলিস্তিনি ও বৃহত্তর আরব দুনিয়ার সাথে ইসরাইলের সংঘাতের অবসান ঘটাবে বলে অভিমত প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেলআবিবে ২২ ফেব্রুয়ারি হারটগ ন্যাশনাল সিকিউরিটি কনফারেন্সে বক্তৃতাকালে নেতানিয়াহু বলেন, আমরা ভালো অবস্থানে থাকলে আমরা শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে পারব। আর সৌদি আরবের সাথে শান্তির বৃত্ত সম্প্রসারণ করতে পারলে আমি মনে করি আমরা আসলেই আরব-ইসরাইলি সংঘাতের অবসান ঘটাতে পারব।
তিনি বলেন, সৌদি নেতৃত্ব যদি আনুষ্ঠানিকভাবে তা চায়, তবে আমরা এ ধরনের অবস্থায় পৌঁছাতে পারব। আর অনানুষ্ঠানিকভাবে তারা ইতোমধ্যেই এর অংশে পরিণত হয়েছে। নেতানিয়াহু ইরান এবং এই অঞ্চলে দেশটির প্রভাব দমনের লক্ষ্যে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরাইল মনে করে যে এই অভিন্ন লক্ষ্যেই সে বৃহত্তর আরব দুনিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে।
আব্রাহাম অ্যাকর্ডের পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইতোমধ্যেই ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে, তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। কিন্তু নেতানিয়াহু জোর দিয়ে বলেন, সৌদি আরব এখনো এই প্রক্রিয়ার সাথে যোগ দেয়া থেকে বিরত রয়েছে।
তবে, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না এমন সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব। এর আগে সৌদি আরবের সঙ্গে সাধারণ সম্পর্ক স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে এমন সাফ জানিয়ে দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post