নাগরিক বিমান চলাচল (পিএসিএ) ওমানের নির্ধারিত ফ্লাইটগুলি চালুর জন্য প্রস্তুত হয়ে রয়েছে। প্যাকা অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “সুপ্রিম কমিটি কর্তৃক নির্ধারিত ফ্লাইটগুলির ফেরার অনুমোদনের পরে আমরা পরবর্তী ফ্লাইটে পরিচালনার ব্যবস্থা করবো।”
এমনকি ওমান এয়ারও টুইট করেছে, “সুপ্রিম কমিটি থেকে ঘোষণার সাথে সাথেই আমরা পরবর্তী ফ্লাইট পরিচালনা করা শুরু করবো।” এদিকে ওমান থেকে বিমানের এক ঊর্ধ্বতম কর্মকর্তা প্রবাস টাইমকে জানান, “আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছি শুধু অনুমতির জন্য, সুপ্রিম কমিটি থেকে অনুমতি পাওয়া মাত্রই আমরা পুনরায় ফ্লাইট চালু করতে পারবো।
আরও পড়ুনঃ মাত্র এক টাকার ওষুধেই সুস্থ হচ্ছে করোনা রোগী!
এদিকে ওমান থেকে বিশেষ ফ্লাইটের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “ওমানে অনেক অসুস্থ রোগী আছে যাদের দেশে যাওয়া খুবই প্রয়োজন, এছাড়াও অনেক প্রবাসী নানা সমস্যায় রয়েছে যাদের দেশে যাওয়া ছাড়া উপায় নাই, এধরণের প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দেশে পাঠানোর ব্যাপারে আমরা দূতাবাসে যোগাযোগ করেছিলাম, কিন্তু দূতাবাস থেকে কোনো সাড়া মেলেনি। আর এই বিশেষ ফ্লাইট দূতাবাস ব্যতীত অন্য কেউ করতেও পারবেনা।” বিশ্বস্ত সুত্রে জানাগেছে, খুব শীঘ্রই ওমান থেকে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করবে দূতাবাস। তবে শুধুমাত্র বৈধ প্রবাসী এবং বেশি সমস্যায় রয়েছে, এমন প্রবাসীরাই দেশে ফেরত আসতে সুযোগ পাবে।
https://www.youtube.com/watch?v=ICYwzvYZ4uE
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post